সীমান্তে যুদ্ধ-যুদ্ধ আবহাওয়া, পাক হামলায় জওয়ানসহ ৪জনের মৃত্যু

0
2

ফের কাশ্মীরে পাক হামলা। বুধবার রাতে নিয়ন্ত্রণরেখা বরাবর গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্সরা। হামলায় শহিদ হয়েছেন এক ভারতীয় জওয়ান। এছাড়া ৩জন সাধারন নাগরিকেরও মৃত্যু হয়েছে।

উত্তর কাশ্মীরে উড়ি সেক্টরে পাক বাহিনীর হামলা চালায়। ভারি মেশিনগান থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালাতে থাকে। গ্রামগুলিতে গোলাবর্ষণ করতে থাকে। এই হামলাতেই এক জওয়ান সহ ৪জনের মৃত্যু হয়েছে। পাক হামলার আতঙ্কে সীমান্তের গ্রামগুলিতে অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। পাল্টা ভারতীয় সেনা হামলা চালাচ্ছে শেল-মর্টারে। ফলে সীমান্তে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি। কয়েকদিন আগেই সেনাপ্রধান বিপিন রাওয়াত জানিয়েছিলেন, পাক সীমান্তে পরিস্থিতি খারাপ হতে পারে। ২৫ ডিসেম্বরের রাত পেরোতে না পেরোতেই সেই আশঙ্কা সত্যি হলো।