মেঘলা শীতের দিনে ঝমঝমিয়ে বৃষ্টি শহরে!

0
2

সকাল থেকেই আকাশের মুখ ভার। একে ঠান্ডা তার উপর দোসর মেঘলা আকাশ। সঙ্গে যোগ হয়েছিল কুয়াশাও। বেলা গড়াতেই শহরে নামল ঝমঝমিয়ে বৃষ্টি ।
বৃহস্পতিবার সকাল হতেই কলকাতাবাসী দেখল এমনই মেঘলা এক শীতের দিনের সঙ্গে বৃষ্টির রমরমা । তবে হাওয়া অফিসের রিপোর্ট রিন্তু বলছে, স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা খানিক বেড়েছে। পাশাপাশি উত্তর ভারতেও চলছে জোর শৈত্যপ্রবাহ। এককথায়, হাড় কাঁপানো শীতে জবুথবু গোটা উত্তর ভারত।
পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই এক ধাক্কায় কলকাতার তাপমাত্রার পারদ চড়ল প্রায় ২ ডিগ্রি।বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতা এবং শহরতলীতেও মাঝেমধ্যেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।