এনপিআর-এ ভুল তথ্য দেওয়ার পরামর্শ অরুন্ধতীর

0
3

এনপিআর, এনআরসি, সিএএ নিয়ে এবার বিস্ফোরক পরামর্শ দিলেন লেখিকা অরুন্ধতী রায়। বুধবার, দিল্লি বিশ্ববিদ্যালয়ে এনআরসি বিরোধিতায় আয়োজিত এক প্রতিবাদ মঞ্চে গিয়েছিলেন লেখিকা। সেখানে তিনি বলেন, এনপিআর-এ তথ্য সংগ্রহের জন্য সরকারের প্রতিনিধিরা বাড়িতে গেলে তাঁদের ভুল তথ্য দেবেন। নাম, ঠিকানা এই সব বিষয়ে মিথ্য তথ্য দেওয়ার পরামর্শ দেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত ওই লেখিকা। নিজের পরামর্শের সপক্ষে অরুন্ধতী জানান, এনআরসি-র প্রথম ধাপ জাতীয় জনসংখ্যা রেজিস্টার। নাগরিকপঞ্জির মধ্যে দিয়ে দেশের মুসলিমদের বিতাড়নের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। প্রতিবাদ মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সরব হন অরুন্ধতী। তিনি বলেন, একের পর এক মিথ্যা তথ্য দিচ্ছেন নরেন্দ্র মোদি। কিন্তু সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এনআরসি, এনপিআর, সিএএ-এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-NRC-CAA বিরোধী মিছিল থেকে ছাত্র সমাজকে কৃতজ্ঞতা মমতার