হুঁশিয়ারি মতো প্রতিবাদীদের ফাইন করল যোগী সরকার

0
5

হুঁশিয়ারি মতো কাজে নামল যোগী সরকার। সংশোধনীয় নাগরিকত্ব আইনের বিরোধিতায় সরকারি সম্পত্তি নষ্টের জন্য উত্তর প্রদেশের রামপুরের ২৮ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। নোটিশ দিয়ে তাঁদের থেকে ১৪ লাখ ৮৬হাজার টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পত্তির মধ্যে রয়েছে পুলিশ জিপ, বাইক, ওয়ারলেস সেট, হুটার, লাউড স্পিকার, এমনকী পুলিশের লাঠি, হেলমেট, বডি আর্মার।

বিক্ষোভকারীদের আগেই হুমিক দিয়েছিলেন উত্তরপ্রদেশ সরকার। সেই মতোই এবার ব্যবস্থা নিয়েছে রামপুর প্রশাসন। ক্ষতিপূরণের নোটিশ প্রসঙ্গে জেলাশাসক জানান, যে ২৮ জনকে চিহ্নিত করা হয়েছে, তাঁদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ দিয়েছে পুলিশ। এক সপ্তাহের মধ্যে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে হবে। না হলে অভিযুক্তদের থেকে ক্ষতিপূরণ আদায়ের কাজ শুরু হবে।

আরও পড়ুন-মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভিসার আবেদন খারিজ করলো বাংলাদেশ! কিন্তু কেন?