জন্মদিনে দর্শকদের দেবের ‘রিটার্ন গিফট’

0
6

জন্মদিনে উপহার পাওয়াটাই রীতি। এবার, নিজের জন্মদিনে দর্শকদের উল্টে উপহার দিলেন টলিউডের সুপারস্টার দেব। ছোটদের কথা মাথায় রেখে দক্ষিণারঞ্জন মিত্রের গল্প অবলম্বনে ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’ তৈরি করছেন গুরুপদ অধিকারী ও দীপক অধিকারীর প্রোডাকশন হাউজ। পরিচালনায় অনিকেত চট্টোপাধ্যায়। ২৫ ডিসেম্বর টলি তারকা দেবের জন্মদিন। সেই দিনেই এই ছবির ট্রেলার লঞ্চ করলেন তিনি।

পরিচালক ও প্রয়োজক ওরফে নায়ক দু’জনের মতেই রূপকথার গল্পে জাঁকজমকটা থাকা বিশেষ জরুরি। সেই কারণেই ছবির সেট তৈরির জন্য যোগাযোগ করা হয়েছে ‘বাহুবলী’-র সেট ডিজাইনারের সঙ্গে। বিগ বাজেটের এই ফিল্মের বেশিরভার শুটই হবে দক্ষিণ ভারতে। ছবিতে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন কবীর সুমন৷

আরও পড়ুন-ঘুমের মধ্যেই আজ চলে যান চার্লি চ্যাপলিন