NRC-CAA প্রতিবাদে কাল ফের রাজপথে মমতা

0
5
একুশের ভোটের বাকি আর মাত্র কয়েকমাস৷ দলকে আরও আন্দোলনমুখী করতে আগামী ৭ ডিসেম্বর থেকে নিজেই পথে নামছেন মমতা বন্দোপাধ্যায়।

NRC-CAA প্রতিবাদে করে আগামীকাল, বৃহস্পতিবার ফের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, আগামীকাল দুপুর ১টায় রাজাবাজার থেকে শুরু হবে মমতার মিছিল। শেষ হবে মল্লিকবাজারে গিয়ে। এই নিয়ে কলকাতা শহরে গত দশদিনে পঞ্চম মিছিল। ৩০ ডিসেম্বর তৃণমূল নেত্রী মিছিল করবেন উত্তরবঙ্গের শিলিগুড়িতে।

আরও পড়ুন-জন্মদিনে শ্রদ্ধা জানিয়ে রাজভবনে বাজপেয়ীর পূর্ণাবয়ব প্রতিকৃতির উন্মোচন করলেন রাজ্যপাল