দায়িত্ব নেওয়ার আগেই কেন্দ্রকে চরম হুঁশিয়ারি দিলেন ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন।
হেমন্ত সোরেন স্পষ্ট জানিয়েছেন, “ঝাড়খণ্ডের একজন নাগরিকও যদি এই সংশোধিত নাগরিকত্ব আইন বা NRC বা NRP-র কারনে উদ্বাস্তু
হন, তাহলে ওই নাগরিকত্ব আইন এবং NRC এই ঝাড়খণ্ডে কার্যকর হবে না”।
ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে পর্যুদস্ত বিজেপি। ক্ষমতায় আসছে হেমন্ত সোরেন নেতৃত্বাধীন JMM, RJD এবং কংগ্রেস জোট৷
সংবাদমাধ্যমে হেমন্ত জানিয়েছেন, ‘”আমি এখনও সংশোধিত নাগরিকত্ব আইন এবং NRC খুঁটিয়ে দেখিনি। দ্রুত নাগরিকত্ব আইন এবং NRC নিয়ে রাজ্যস্তরের পর্যালোচনা করা হবে। আবার NPR–এ সম্মতিও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আমি শুধু জানিয়ে রাখতে চাই, এই আইন এবং NRC-র জন্য যদি ঝাড়খণ্ডের একজন মানুষকেও দেশছাড়া হতে হচ্ছ, এই আইন ঝাড়খণ্ডে কিছুতেই কার্যকর হবে না।”
বিধানসভা নির্বাচন প্রসঙ্গে হেমন্ত সোরেন বলেছেন, “বিভেদ-মূলক নীতির জন্যেই বিজেপি’র পরাজয় হয়েছে৷ তবুও ওদের শিক্ষা হচ্ছে না”।































































































































