ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন JMM-প্রধান হেমন্ত সোরেন৷ আগামী রবিবার ২৯ ডিসেম্বর তিনি শপথ নেবেন। বেলা একটায় হবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান৷ শরিক কংগ্রেস এবং RJD এই অনুষ্ঠানে থাকবে, আমন্ত্রণ জানানো হয়েছে বিজেপিকেও। যেতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ JMM ওই রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ৩০ টি আসন পেয়েছে। শাসক হতে চলা জোটের মিলিত আসন ৮১টির মধ্যে ৫০টি। হেমন্ত সোরেন বলেছেন, “সরকার গড়ার সুযোগ দিতে আমরা ৫০ জন বিধায়কের সমর্থন-করা চিঠি রাজ্যপালকে পাঠিয়েছি।”