উৎসবের দিনে আসুন শুনি প্রেমের গান

0
8

আজ উৎসবের দিন। আজ বড় দিন। ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল গিরিশ লুথরা। দেশ রক্ষার পাশাপাশি অসাধারণ তাঁর কণ্ঠ। মাতিয়ে দেবেন যে কোনও মানুষকে। অথচ বয়স প্রায় ৬০ ছুঁই ছুঁই। কিন্তু কণ্ঠ শুনলে কে বলবে? এই শীতের সকালে আসুন শুনি ভরা প্রেক্ষাগৃহে তাঁর কণ্ঠে অসাধারণ এই প্রেমের গানটি —