‘দিদিকে বলো’-কর্মসূচিতে কেক বিতরণ কাউন্সিলরের

0
4

বড়দিন উপলক্ষে জনসংযোগ। ‘দিদিকে বলো’ কর্মসূচিতে বাড়ি বাড়ি কেক বিতরণ তৃণমূল কাউন্সিলরের। বুধবার, সকালে বরানগর নিয়োগী পাড়ায় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা দে ‘সান্তাক্লজ’ সেজে দিদিকে বলো কর্মসূচি পালন করেন। বড়দিন উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে দিদিকে বলো কার্ড ও কেক বিতরণ করেন তিনি। আর তৃণমূলের কাউন্সিলরের এই কর্মসূচিকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি বিজেপির উত্তর শহরতলির সহসভাপতি চণ্ডীচরণ রায়। তাঁর অভিযোগ, নকল সংযোগ করছে তৃণমূল।

আরও পড়ুন-NRC-CAA প্রতিবাদে কাল ফের রাজপথে মমতা