রাজনীতির সঙ্গে ধর্ম জুড়ে আমরা ভুল করেছিলাম, বিস্ফোরক উদ্ধব ঠাকরে

0
9

বিস্ফোরণ ঘটালেন শিবসেনা প্রধান তথা মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে৷

মঙ্গলবার ঠাকরে বলেছেন, “বিজেপির সঙ্গে থেকে ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলা শিবসেনার ভুল ছিল৷”

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়নবিশ বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে উদ্ধব ঠাকরেকে খোঁচা দিয়ে বলেছিলেন, শিবসেনা দলের ঘোষিত নীতির উল্টো পথে হাঁটছে।বিরোধী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী কংগ্রেস ও NCP-র সঙ্গে জোট করেছে৷

সেই অভিযোগেরই এদিন জবাব দিয়েছেন উদ্ধব ঠাকরে বলে দাবি করেছে শিবসেনা৷ রামমন্দির নির্মাণে চরম পন্থা নেওয়া শিবসেনা বরাবর চরম হিন্দুত্ববাদী দল হিসেবে পরিচিত। দেশজুড়ে যখন CAA এবং NRC নিয়ে অস্থিরতা চলছে, সেই সময় শিবসেনা প্রধানের এই স্বীকারোক্তি যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল৷

উদ্ধব ঠাকরে এদিন পাল্টা খোঁচা দিয়েছেন প্রাক্তন জোট শরিক বিজেপিকে৷ বলেছেন, বিজেপিও তো বিপরীত মতাদর্শে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস, রামবিলাস পাসোয়ানের LJP এবং PDP-র সঙ্গে হাত মিলিয়েছিলো৷ সুর আরও চড়িয়ে উদ্বব বলেছেন, “ধর্ম কেবল মুখে বলার বিষয় না। সেটা অনুসরণ করতে হয়। ধর্ম শুধুই বইতেই বন্দি থাকে না। বাস্তবেও তার বিচরণ আছে। শিবসেনা গতকালও হিন্দু ছিল, আজও হিন্দু এবং আগামী দিনেও হিন্দু থাকবে৷”

শিবসেনা প্রধান এদিন বিজেপিকে উদ্দেশ্য করে বলেন, “প্রায় 25 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ছিলাম শুধুমাত্র হিন্দুত্ব নীতির উপর ভর করে। আমরা ধর্ম পরিবর্তন করি নি। মাথায় রাখতে হবে রাজনীতি একটা জুয়া।” মহাভারতের প্রসঙ্গ উল্লেখ করে ঠাকরে বলেন, “ভুলে গেলে চলবে না ধর্ম হেরেছিল জুয়ার কাছে। তাই এটাকে সঠিক জায়গায় রাখতে হবে। আমরা সেটা ভুলে গেছিলাম। উল্টে ধর্ম ও রাজনীতি মিশিয়ে ফেলেছিলাম যার থেকে আমরা শিক্ষা নিয়েছি।”

দেবেন্দ্র ফড়নবিশের প্রশ্নের উল্লেখ করে তিনি আরও বলেন, “দেবেন্দ্রজি আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি কি বালাসাহেব ঠাকরেকে কথা দিয়েছিলাম কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করবো? উত্তরে এখন আমি বলছি, না আমি কথা দিই নি। কিন্তু আপনারা কবে থেকে কথা রাখার উপর এতটা আগ্রহ দেখাচ্ছেন? আপনারা কি কথা দিয়ে কথা রাখেন?
যে কথা আমি দিয়েছিলাম সেটা আমি রেখেছি। এবং যে কথা দিয়েছি সেটাও আমরা রাখবো।” বুলেট ট্রেন নিয়েও খোঁচা দিতে ছাড়েননি উদ্বব ঠাকরে। উদ্ধবের কথায়,
“যাঁরা রিকশা চড়ে,
আমাদের সরকার তাঁদের জন্য৷ যাঁরা বুলেট ট্রেন চড়ে, তাদের জন্য নয়।”