উত্তরপ্রদেশে শেষপর্যন্ত সোমবার পুলিশ মেনে নিল গুলি চালানোর কথা।দু’সপ্তাহ ধরে সেখানে দফায় দফায় পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ চলছে। অবশেষে পুলিশকর্তারা জানিয়েছেন, বিজনোরে গুলিতে মৃত্যু হয়েছে সুলেমান নামে এক যুবকের।পুলিশের দাবি, আত্মরক্ষার জন্যই ওই যুবকের দিকে গুলি চালিয়েছিলেন এক কনস্টেবল।জানা গিয়েছে, তিনি আইএএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এখনও পর্যন্ত উত্তরপ্রদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। পুলিশকর্তারা জানিয়েছেন, ‘ওই কনস্টেবলের রাইফেল ছিনিয়ে নেওয়া হয়েছিল।ভিড়ের মধ্যে থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কনস্টেবল অল্পের জন্য বেঁচে যান। পরে আত্মরক্ষার জন্য তিনি এক হাঙ্গামাকারীর দিকে গুলি চালান।’
যদিও সুলেমানের পরিবার পুলিশের এই দাবি মানতে চায়নি। তার দাদা শোয়েব মালিকের অভিযোগ, ‘আমার ভাই অসুস্থ অবস্থায় নমাজ পড়তে মসজিদে মসজিদে গিয়েছিল। মসজিদ থেকে বের হতেই সে দেখে যে বাইরে লাঠিচার্জ হচ্ছে, টিয়ার গ্যাসের শেল ফাটছে। পুলিশ তাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে। পুলিশ ওই দাবি খারিজ করে জানিয়েছে, বিক্ষোভকারীরাই আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল। গুলিতে কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.