যাদবপুরে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও শুরু করা যায়নি সমাবর্তন। গাড়ির মধ্যেই আটকে রয়েছেন আচার্য তথা রাজ্যপাল। তাঁর সঙ্গে কথা বলতে গিয়েছিলেন উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য। কিন্তু রাজ্যপালের গাড়ি পর্যন্ত পৌঁছতে পারেননি তাঁরা। ফোনে কথা বলেন জগদীপ ধনকড়ের সঙ্গে। কীভাবে সমাবর্তন শুরু করা যায় তার চেষ্টা চালাচ্ছেন। কারণ এই সমাবর্তনে রাজ্যপালের পৌরহিত্য করার কথা। এদিকে আটকে পড়া গাড়ির থেকেই দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাজ্যপাল।