যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে স্বতঃপ্রণোদিত হয়ে যাওয়ার পথে ছাত্র-বিক্ষোভের মুখে পড়ে গাড়ি ঘোরাতে হয়েছে রাজ্যপালকে। তারপর রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন জাগদীপ ধনকড়। টার্গেট করেছেন মুখ্যমন্ত্রীকেও। তার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যপালের নাম না করে তাঁকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, রাজ্যে একজন ব্যাঁকা আর ন্যাকা রয়েছেন। প্রতিদিন তিনি নিন্দা করে বেড়াচ্ছেন। আর বলা হচ্ছে রাজ্যে নাকি আইনের শাসন নেই! আমার প্রশ্ন, আইনের শাসন নেই তো বুঝলাম, আমার এখানে এত আন্দোলন কিন্তু কোনও মৃত্যুর ঘটনা নেই। আর উত্তরপ্রদেশে মৃত্যু ১৬ ছাড়িয়েছে। কেন? জবাব দেবেন কি? মঙ্গলবার মিছিলের পর বেলেঘাটার গান্ধী ভবনের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী নাম না করে রাজ্যপালকে এইভাবেই আক্রমণ করেন কিছুটা বেনোজির ঢঙেই।





























































































































