বেনজির ! অমিত শাহর DNA পরীক্ষার দাবি জানালো SFI

0
2

সিপিএমের ছাত্র সংগঠন SFI এবার ‘ভয়ঙ্কর’ দাবি তুলেছে৷ সংগঠনের সভাপতি প্রতিকুর রহমানের বক্তব্য, ‘ইরান থেকে নাদির শাহ ভারত লুঠ করতে এসেছিলেন৷ এখন তাঁর নাতির নাতি তাঁর নাতি অমিত শাহ ভারতের ঐক্য লুঠ করছেন। আমরা অমিত শাহর DNA পরীক্ষা করে দেখতে চাই যে সত্যিই নাদির শাহর সঙ্গে অমিত শাহর কোনও রক্তের সম্পর্ক আছে কি না?” সোমবার রাণি রাসমণি রোডে বাম ছাত্র সংগঠনগুলির কর্মসূচি ছিল। সেখানেই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর সময় একথা বলেন প্রতিকুর৷ DNA পরীক্ষা করার এই দাবির ব্যাখ্যাও দিয়েছেন SFI-এর রাজ্য সভাপতি৷ বলেছেন, “অমিত শাহ আমাদের নাগরিকত্ব পরীক্ষা করতে চাইছেন। অনুপ্রবেশকারী বলে দেশ থেকে তাড়িয়ে দেওয়ারও হুমকি দিচ্ছেন। আমরা এই দেশেরই নাগরিক। অমিত শাহকে কেন তার প্রমাণ দিতে যাবো ? আমরা এই দেশে ছিলাম, আছি, থাকব। তার আগে উনি ভারতীয় কিনা তার প্রমাণ দিক। ওঁনার পূর্বপুরুষ সত্যিই

ইরান থেকে আসা নাদির শাহ কীনা তার প্রমান দিক। আমরা তো নাদির শাহের সঙ্গে অমিত শাহের শাহের কার্যকলাপের অনেক মিল দেখতে পাচ্ছি। সেই সন্দেহ দূর করার জন্য DNA পরীক্ষাই তো একমাত্র বিকল্প ৷”
পাশাপাশি NRC বা CAA-র বিরুদ্ধে লাগাতার আন্দোলনেরও সিদ্ধান্ত নিয়েছে বামছাত্ররা। ৮ জানুয়ারি ধর্মঘটের লাগাতর প্রচার চালাবেন তাঁরা।

ওদিকে, বামেদের জোটসঙ্গী কংগ্রেসও এই আন্দোলনে যোগ দিচ্ছে বলে এদিনই জানিয়েছে৷ আগামী ২৭ ডিসেম্বর সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মহাজাতি সদন পর্যন্ত বামেদের সঙ্গে মিছিলে হাঁটবে কংগ্রেস। এদিনের কর্মসূচিতে কংগ্রেসের ছাত্র সংগঠনও উপস্থিত ছিলো। ৮ জানুয়ারির ধর্মঘটের দিনই বাম-ছাত্ররা ছাত্র ধর্মঘট ডেকেছে৷ সেই ছাত্র ধর্মঘটকে সমর্থন করার কথা ঘোঘণাও করছে কংগ্রেসের ছাত্র-শাখা ছাত্র পরিষদ।