নানান পাখির সম্ভারে জমজমাট সন্তোষ মিত্র স্কোয়ারের ‘বার্ড শো’

0
4

অল বেঙ্গল বার্ড লাভার্স অ্যাসোসিয়েশনের (ABBLO) এর উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে অনুষ্ঠিত হচ্ছে বার্ড শো। ২০ তম বর্ষে এই শোতে বিভিন্ন ধরনের পাখি দেখতে ভিড় জমিয়েছেন পাখি প্রেমী ও সাধারণ মানুষ।

ABBLO-এর নব নির্বাচিত সভাপতি সজল ঘোষ জানিয়েছেন, ২২ ডিসেম্বর শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত চলছে এই ‘বার্ড শো’।

 

বড়দিনে দর্শকের ভিড় উপচে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।তাই বাড়তি নিরাপত্তার ব্্যবস্থা করা হয়েছে।