সিএএ নিয়ে এবার প্রশ্ন তুললেন নেতাজির উত্তরপুরুষ

0
3

এনআরসি, সিএএ-র বিরোধিতায় সরব হয়েছে জোট শরিকরা। এবার প্রশ্ন উঠল একেবারের পদ্মশিবিরের অন্দর থেকেই। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রশ্ন তুললেন নেতাজি সুভাষচন্দ্র বসুর বংশধর চন্দ্র বসু। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “সিএএ-র সঙ্গে যদি ধর্মের সম্পর্ক নাই থাকে, তাহলে হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি ও জৈনদের কথা কেন উল্লেখ রয়েছে? মুসলমানদের ওই তালিকায় ঢোকানো হচ্ছে না কেন?” এ বিষয়ে স্বচ্ছতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন চন্দ্র বসু।
নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জি নিয়ে গত কয়েক সপ্তাহে দেশ জুড়ে বিক্ষোভ চলছে। বিজেপির জোট শরিকদের অনেকে নাগরিকত্ব আইনের বিরোধিতা করেছেন। এনডিএ-র শরিক বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডিও জানিয়ে দিয়েছেন তাঁদের রাজ্যে সিএএ কার্যকর করতে দেবেন না।

চন্দ্র বসু বরাবর নিজেকে নেতাজির উত্তরসূরী বলে দাবি করেন। গত লোকসভা নির্বাচনে কলকাতা (দক্ষিণ) কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসেবে লড়াই করেন তিনি। যদিও তৃণমূলের মালা রায়ের কাছে পরাজিত হন চন্দ্র বসু। তবে, তাঁর টুইটার পোস্ট বিজেপিকে অস্বস্তিতে ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন-সংসদে বিল পাশে সাফল্য, আর দেশজুড়ে বিক্ষোভ, নয়া বিড়ম্বনায় বিজেপি