যাদবপুরে সমাবর্তনে যেতে গিয়েও বিক্ষোভের মুখে আচার্য

0
4

আর কিছুক্ষণের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন শুরু হবে। সমাবর্তনে যোগ দিতে সেখানে ইতিমধ্যে পৌঁছেছেন আচার্য তথা রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু সোমবারের মতো মঙ্গলবারও বিক্ষোভের মুখে আটকে পড়েছে রাজ্যপালের গাড়ি। আচার্য বসে আছেন গাড়ির ভিতরে। তাঁকে ঘিরে এদিন বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থক সংগঠনের সদস্যরা।

অনেক পড়ুয়াই জানিয়েছেন রাজ্যপালের হাত থেকে ডিগ্রি নেবেন না তাঁরা। এদিকে রাজ্যপালকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, একই সঙ্গে দেখানো হচ্ছে কালো পতাকাও।