রাজ্যের সঙ্গে ফের সংঘাত, 13 জানুয়ারি সব VC-দের বৈঠকে ডাকলেন রাজ্যপাল

0
3

ফের সংঘাতের পথে আচার্য তথা রাজ্যপাল৷

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চলছে ‘ভয়ঙ্কর অবস্থা’। এ নিয়ে পর্যালোচনা করতে আগামী 13 জানুয়ারি বৈঠক ডাকলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যের সব ক’টি  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একইসঙ্গে রাজ্যের শিক্ষা সচিবকে সেই বৈঠকে থাকতে নির্দেশ দিয়েছেন আচার্য। মঙ্গলবার এ কথা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়- ই। তিনি  বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলির পরিস্থিতি পর্যালোচনা করতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গেও বৈঠকে ইচ্ছুক।

এদিন সংবাদিকদের তিনি বলেন, “রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির অবস্থা ভয়ঙ্কর। আমি আগামী 13 জানুয়ারি সব উপাচার্য আর শিক্ষাসচিবের সঙ্গে একটা পর্যালোচনা বৈঠক ডেকেছি।” তিনি অভিযোগ করেছেন, রাজ্যপাল এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা খাটো করতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে। শিক্ষা ক্ষেত্রে নীতি-পঙ্গুত্ব চলছে। রাজ্য সরকারের অধীনে বিশ্ববিদ্যালয়গুলোকে বন্দি করে রাখা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সমাবর্তনে আচার্য হিসেবে যোগ দিতে যাদবপুর গিয়েছিলেন তিনি। এবং সেখানে বিক্ষোভের মুখে পড়েন৷