এও শেষ পর্যন্ত ভারতবর্ষকে দেখতে হলো। এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন মাদ্রাজ আইআইটির এক পড়ুয়া। নাম জেকব লিন্ডেলথাল। জার্মান নাগরিক। রাস্তায় প্ল্যাকার্ড হাতে তাঁকেও দেখা গিয়েছিল। এটাই নাকি তাঁর দোষ। তাই দেশে ফিরতে গিয়ে ফিজিক্সে স্নাতকোত্তরের পড়ুয়া পড়েছেন মহা বিপদে।
এই ঘটনা সামনে আসার পরেই অভিবাসন দফতরের জিজ্ঞাসাবাদে নাকাল হন জেকব। একের পর এক প্রশ্নের জবাব দিতে হয় তাঁকে। রাজনীতি থেকে এনআরসি, সব বিষয়ে। শুধু তাই নয় দ্রুত তাঁকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের সূত্রে বেঙ্গালুরুতে ছিলেন জেকব। তিনি জানিয়েছেন, তিনি কোথাও মত প্রকাশ করেননি। চেন্নাই ও ভাল্লুভারে বন্ধুদের সঙ্গে তিনি মিছিলে গিয়েছিলেন। হাতে ছিল পোস্টার। তাতে লেখা ছিল “1933-45, we have been there”, অর্থাৎ ১৯৩৩-৪৫, আমরাও সেখানেই ছিলাম। কিন্তু মিছিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়েই সমস্যা তৈরি করেন। আপাতত পড়ুয়া জেকবকে দেশে ফিরতে হয় কিনা সেটাই দেখার।
আরও পড়ুন-সিএএ নিয়ে এবার প্রশ্ন তুললেন নেতাজির উত্তরপুরুষ































































































































