মমতার আমলেই সবচেয়ে সক্রিয় ক্রেতা সুরক্ষা দফতর, দাবি সাধন পান্ডের

0
5

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর এত সক্রিয় বলে দাবি করলেন এই দফতরের মন্ত্রী সাধন পান্ডে। তিনি বলেন, “আমাদের সরকারের আমলে ক্রেতা সুরক্ষা দফতর সবথেকে বেশি সক্রিয়। প্রতিদিন মানুষ ব্যাঙ্ক, বিমা, হাসপাতাল সব বিষয়েই অভিযোগ জানাতে দফতরে আসছেন। আমরা মানুষকে উপকারও করতে পারছি। মানুষ যাতে বেশি করে ক্রেতা সুরক্ষা দফতরে আসে, তার জন্য নাগরিকদের সচেতন করছি। শুধু কলকাতা নয়, জেলাতেও মানুষ ক্রেতা সুরক্ষা দফতরে আসছেন।”

উল্লেখ্য, মঙ্গলবার ছিল জাতীয় ক্রেতা সুরক্ষা দিবস। সেই উপলক্ষে ধর্মতলা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর। মন্ত্রী সাধান পান্ডে নিজে সেখানে হাঁটেন। মিছিলটি গিয়ে শেষ হয় রাজ্য ক্রেতা সুরক্ষা দফতরের অফিসে। তারপর সেখানে নিজের দফতরের হয়ে খতিয়ান পেশ করেন সাধনবাবু।

এরপর তিনি জানান, শুধু কলকাতা নয়, মানুষকে সচেতন করতে এদিন দিনভর সারা রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে ক্রেতা সুরক্ষা দফতর।