এনপিআর-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি

0
5

এনপিআর অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার আপডেট করার বিষয়ে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই খাতে ৮৫০০ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সিএএ-র পরেই এই আইনের পাশাপাশি এনআরসি ও এনপিআরের বিরোধিতা শুরু হয়। এর বিরুদ্ধে সুর ছড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু বিরোধীদের আপত্তির মধ্যেই এনপিআরে সম্মতি দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা।
নাগরিকদের পরিচিতির একটি তথ্য তৈরির জন্যই এনপিআর করা হচ্ছে বলে সাংবাদিক বৈঠকে জানান প্রকাশ জাভেড়কর।
যে ব্যক্তি এলাকায় ছ’মাস বসবাস করছেন ও আগামী ৬ মাস সেখানেই থাকবেন, তাঁকেই রেজিস্টার করতে হবে। এতে বায়োমেট্রিক ডিটেল থাকবে।
এর জন্য কোনও নথি বা তথ্য দিতে হবে না
আগামী বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে।

মোবাইল অ্যাপে পাওয়া যাবে এনপিআর-এর সমস্ত তথ্য।
অসম বাদে দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এনপিআর হবে। এর মাধ্যমে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা হবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

 

আরও পড়ুন-আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন অল-রাউন্ডার ভার্নন ফিলেন্ডার