সিএএর বিরুদ্ধে আজ মঙ্গলবার আবার মিছিল মুখ্যমন্ত্রীর। আবার উত্তর কলকাতায়। বিজেপির মহামিছিলের চব্বিশ ঘন্টার মধ্যেই। এবার বিধান সরণীতে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গান্ধীভবন পর্যন্ত। ফলে উত্তর ও মধ্য কলকাতায় যান চলাচল বেশ কিছুক্ষণ বিঘ্নিত হবেই। বিজেপির মিছিলকে টেক্কা দিতে সর্বশক্তিতে নামছে তৃণমূল।