বড়দিন আর নতুন বছরের আবহাওয়া কেমন যাবে? কলকাতা ও শহরতলিতে তাপমাত্রা সামান্য বেড়েছে। সকালের কনকনে ঠাণ্ডা একটু কম। আলিপুর আবহাওয়া দফতর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে ১৪ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করছে। সর্বোচ্চ ২৩ডিগ্রি পেরিয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রবল ঠাণ্ডা। মঙ্গলবার ছিল কুয়াশার দাপট। দশ ফুট দূরের জিনিসও দেখা যায়নি। পশ্চিম-পূর্ব বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় পারদ ৮-১২ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। কুয়াশা কাটার পর জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা প্রবল। তবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি বাড়বে। মধ্যরাত থেকে কমবে। মূলত পশ্চিম-পূর্ব মেদিনীপুর, দুই বর্ধমান, দুই ২৪পরগণা, হুগলি, ঝাড়্গ্রাম, কলকাতা, বাঁকুড়া, হাওড়া, পুরুলিয়ায় হালকা বৃষ্টি হবে। অন্যদিক্র শীতে জবুথবু উত্তরবঙ্গ। দিনাজপুর, কোচবিহার, শিলিগুড়ি, দার্জলিংয়ে প্রবল ঠাণ্ডা। পাহাড়ে তাপমাত্রা ৩-৪ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। যদিও উত্তরবঙ্গে অকাল বৃষ্টির সম্ভাভনা নেই।