ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে অভিনন্দন মমতার

0
3

ঝাড়খণ্ডে ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি না বিজেপি। অন্যদিকে, কংগ্রেস, জেএমএম, আরজেজি জোট এখনও পর্যন্ত ম্যাজিক ফিগার থেকেও বেশি সংখ্যক আসন পেয়েছে। এই পরিস্থিতিতে জেএমএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হেমন্ত সোরেনকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে ঝাড়খণ্ডের নির্বাচনে জয়ের জন্য কংগ্রেস সহ তার জোটসঙ্গীদের অভিনন্দন জানান। পাশাপাশি, তিনি বলেন, “ঝাড়খণ্ডের মানুষ তাঁদের আশা পূরণের জন্য আপনাদের জয়ী করেছে। ঝাড়খণ্ডের ভাই-বোনদের প্রতি আমার শুভ কামনা। এনআরসি বিরোধিতার মধ্যেই সেই রাজ্যে নির্বাচন হয়েছে।” এই ফল নাগরিকত্বের পক্ষে গিয়েছে বলে মত মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরও পড়ুন-মিটিং করছেন আচার্য, কোর্টের বাইরে “বিজেপির দালাল দূর হটো” স্লোগান যাদবপুরে