এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল

0
4

এনআরসির বিরোধিতায় দিনহাটার পথে নামলো তৃণমূল কংগ্রেস।বাঙালিদের পোশাক নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যকে কটাক্ষ করে এবার লুঙ্গি পড়ে এনআরসি ও ক্যা-এর বিরুদ্ধে মহা মিছিল করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। সোমবার এই মহা মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে।
তিনি বলেন, পোশাক যদি মানুষের পরিচয় হয় তাহলে মানুষ হওয়ার প্রয়োজন কি আছে। সোমবার প্রতিবাদ মিছিলে তিনি নিজে লুঙ্গি পড়ে হাঁটলেন। জাতি ধর্ম নিয়ে রাজনীতি বন্ধ করার ডাক দিয়েছেন উদয়ন গুহ। তিনি মন্তব্য করেন, বাংলায় হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ সকল ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে থাকছে। এই ঐক্যই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির। আর ঠিক সেই কারণেই নানা অছিলায় ধর্মকে হাতিয়ার করে বিজেপি অশান্ত করতে চাইছে বাংলা কে।
তিনি বলেন, “এনআরসির বিরুদ্ধে আমরা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই। বাংলার মানুষের অধিকার আছে এই বাংলায় থাকার{ যদি কেউ চক্রান্ত করে বাঙালিকে তাড়াতে চায় আমরা তাদেরকে তাড়াবো।”