রাজ্যের অনগ্রসর শ্রেণীর শিশুদের জন্য নয়া উদ্যোগ সরকারের। সোমবার, নবান্নে এবছরের শেষ মন্ত্রিসভার বৈঠক ছিল। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত অনগ্রসর শ্রেণীর ছাত্রছাত্রীদের বৃত্তি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগে বছরে ৭৫০ টাকা করে দেওয়া হত। এবার থেকে ৮০০ টাকা করে দেওয়া হবে। পিছিয়ে পড়া পরিবারের পড়ুয়াদের বিকাশের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকার ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে। সব সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, মাদ্রাসা স্কুলের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
আরও পড়ুন-ঝাড়খণ্ডের জন্য কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটকে অভিনন্দন মমতার





























































































































