ফের বড় অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা রাজধানী দিল্লিতে। দিল্লির উত্তর পশ্চিমে কিরারি এলাকায় এক কাপড়ের গুদামে আগুন লাগে রবিবার রাত সাড়ে বারোটায়। আগুনের লেলিহান শিখায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ১০। বাড়তে পারে মৃতের সংখ্যা। আহতদের নিয়ে যাওয়া হয়েছে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এর আগে এমাসেই দিল্লির সবজি মান্ডির এক লাগেজ তৈরির কারখানায় আগুন লেগে মারা যান ৪৩ জন। দিল্লিতে বারবারই অগ্নিকাণ্ড ও মৃত্যুর ঘটনা অগ্নিসুরক্ষা বিধি মানার ঢিলেমির অবস্থাকেই বেআব্রু করে দিচ্ছে।