চা-চক্রে গুলি-বোমা, বারুদের গন্ধে আতঙ্ক শ্যামলা বাজারে

0
4

সকালের পাড়ার মোড়ের চায়ের কাপে তুফান ওঠে অনেক সময়ই। কিন্তু সেখান থেকে গুলি-বোমা! গুরুতর আহত ২। ঘটনাটি ঘটেছে বসিরহাটের খাসবালান্ডা অঞ্চলের শ্যামলা বাজারে। সোমবার সকাল দশটা নাগাদ চায়ের দোকানে চা খাচ্ছিলেন বছর ৫৫-র সঞ্জয় রায়। সেখানে শেখ নাদু ও মোশারফের সঙ্গে হঠাৎই কথা কাটাকাটি শুরু হয় তাঁর। রিভলভার বের করে পরপর তিন রাউন্ড গুলি চালান দুই অভিযুক্ত। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন সঞ্জয় রায়। শেখ গিয়াসউদ্দিন নামে আরেক ব্যক্তিকে রিভলভারের বাট দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তাঁদের উদ্ধার করে প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ও পরে কলকাতার আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে ঘটনায় বেশ কিছুক্ষণ বোমাবাজি চলে। শ্যামলা বাজারে উত্তেজনা ছড়ায়। ঘটনায় সাতজনের বিরুদ্ধে হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহতের পরিবার।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শেখ নাদুর নামে এর আগেও অনেক অভিযোগ রয়েছে। পুরনো শত্রুতার জের, ব্যবসায়ীক বিবাদ, না কি রাজনৈতিক কারণে এই হামলা তার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।

আরও পড়ুন-যাদবপুরে পড়ুয়াদের কথার প্যাঁচে ফেলে নিজের প্রচার সারলেন রাজ্যপাল !