বিমানবন্দরেই আটকে দেওয়া হচ্ছে তৃণমূল প্রতিনিধি দলকে

0
3

এনআরসি ও সিএএ বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের পাশে দাঁড়াতে আজ উত্তরপ্রদেশ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। কিন্তু শোকার্ত পরিবারের পাশে কী দাঁড়াতে পারবে প্রতিনিধি দল?

কারণ, লখনউয়ের ডিজিপি ও পি সিং পরিস্কার জানিয়ে দিয়েছেন, রাজ্যে এখন ১৪৪ ধারা লাগু রয়েছে। তাই উত্তেজনা যাতে না পারে তাই প্রতিনিধি দলকে লখনউ বিমানবন্দরেই আটকে দেওয়া হবে। ফলে আজ ফের বিমানবন্দরেই একপ্রস্থ উত্তেজনা এবং নাটকীয় পরিস্থিতি তৈরি হতে চলেছে। যদিও প্রতিনিধি দলের নেতা দীনেশ ত্রিবেদীর স্পষ্ট কথা, ১৪৪ ধারা তো কী হয়েছে, আমরা তো চারজন যাব। চারজনের বেশি তো নয়। সরকার যে বেআইনি, নীতিহীন, মানুষ মারার কারিগর হয়ে দাঁড়িয়েছে এটাই তার প্রমাণ। প্রতিনিধি দলে প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী ছাড়াও থাকছেন প্রতিমা মণ্ডল, সাংসদ মহম্মদ নাদিমুল হক ও আবীর বিশ্বাস।