কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা দাবি দুষ্কৃতীদের , বাকিটা আরও ভয়ঙ্কর!

0
2

উত্তরববঙ্গের রায়গঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের কপালে পিস্তল ঠেকিয়ে তিন লক্ষ টাকা দাবি করল দুষ্কৃতীরা। টাকা না দেওয়ায় তাঁর বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। তাঁকে মারধর করে অপহরণের চেষ্টাও করে অভিযুক্তরা । ঘটনায় গুরুতর জখম হন তিনি।

আপাতত রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ওই শিক্ষক। জানা গিয়েছে, দুষ্কৃতীদের হামলার পর থেকেই ঘরছাড়া তাঁর পরিবার। তাঁরা সকলে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন-এনআরসির বিরুদ্ধে ঐক্য এবং প্রতিবাদ আন্দোলনের ডাক দিলেন সেলিম