এদিন সকালে দিল্লির রামলীলা ময়দান থেকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে বহু কথা বলেন মোদি। তিনি শান্তির বার্তা দিয়ে বলেন, ‘আমায় ঘৃণা করুন। পোড়াতে হলে আমার কুশপুত্তলিকা পোড়ান। তবে কোনও মতেই গরীবের রিক্সা জ্বালাবেন না।’ তিনি আরও বলেন, চাইলে মোদিকে ঘৃণা করুক বিরোধিরা, তবে যেন কোনও ভাবেই দেশের সম্পত্তি জ্বালানো না হয়।































































































































