বড়দিনে রকমারি শীতবস্ত্র উপহার দিলেন নুসরত, সঙ্গী স্বামী নিখিল

0
4

ওদের অনেকেরই মাথার ওপর ছাদটুকুও নেই৷ এই শীতে গরম পোশাকের অভাবে ঠাণ্ডার কামড় সহ্য করাই ওদের অভ্যাস হয়ে গিয়েছে৷ কিন্তু এবারের বড়দিন যেন তাঁদের কাছে অন্যরকমভাবে এলো৷ তাঁদের মুখে হাসি ফোটাতে এবার অভিনেত্রী-সাংসদ নুসরত তুলে দিলেন রকমারি শীতবস্ত্র। তাঁর এই সমাজসেবার সঙ্গী স্বামী নিখিল জৈন। সোশ্যালে সেই ভিডিও শেয়ার হতেই নুসরত ভেসেছেন প্রশংসায়।

দেখুন ভিডিও…

আরও পড়ুন-কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে লক্ষাধিক টাকা দাবি দুষ্কৃতীদের , বাকিটা আরও ভয়ঙ্কর!