রবিবারের বাজার দর এক নজরে দেখে নিন

0
3

রবিবারের সকাল। কিন্তু সকাল থেকে আকাশের মুখ ভার। তবু বাজারমুখী আমজনতা। তবে বাজার যাওয়ার আগে জেনে নিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম।
জ্যোতি আলু- ২৭ টাকা প্রতি কিলো, নতুন আলু – ৪২ টাকা প্রতি কিলো, পেঁয়াজ- ১৩০ টাকা প্রতি কিলো, আদা – ১৫০ টাকা প্রতি কিলো, পেঁয়াজ কলি – ১০০ টাকা প্রতি কিলো , পেঁয়াজ শাক – ১২০ টাকা প্রতিকিলো, ক্যাপসিকাম -৮০ টাকা প্রতি কিলো, বিনস – ৬০ টাকা প্রতি কিলো, কুমড়ো- ৩৫ টাকা প্রতি কিলো, ফুল কপি প্রতি পিস ২০- ৩৫ টাকা। বেগুন – ৮০ টাকা প্রতি কিলো, টমেটো- ৫০ টাকা প্রতি কিলো, লঙ্কা- ৮০ টাকা প্রতি কিলো, গাজর- ৫০ টাকা প্রতি কিলো, বাধাকপি- ৪০ টাকা, পটল- ৮০ টাকা প্রতি কিলো, ঢ্যাঁড়শ- ৮০ টাকা প্রতি কিলো, উচ্ছে- ১২০ টাকা প্রতি কিলো।
মাছের দাম আজ বেশ চড়া।


প্রতি কেজি রুই (গোটা)- 250 টাকা, রুই (কাটা) 300 টাকা, কাতলা (গোটা)- 300 টাকা, কাতলা (কাটা)- 450 টাকা, বাটা-১৮০টাকা, ভেটকি – ৫০০ টাকা, গলদা চিংড়ি -600 টাকা, বাগদা -৮০০ টাকা, তোপসে – 750 টাকা, পমফ্রেট – 700 টাকা, চিতল – ৮০০ টাকা, পাবদা -৬০০টাকা, ট্যাংরা -৭০০ টাকা, পার্শে -৫০০টাকা।
মাংসের দাম কিছুটা হলেও নাগালের মধ্যে।
মুরগি – ১৫০ টাকা কিলো (কাটা) , ১৩০টাকা কিলো (গোটা)
পাঁঠা – ৬০০ টাকা কিলো।