সকাল থেকে আকাশের মুখ ভার। শীতের কনকনে ঠান্ডার পাশাপাশি ঘন কুয়াশায় ট্রেন চলাচলে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে বেশ কিছু দুরপাল্লার ট্রেন দেরিতে হলেও হাওড়া স্টেশন ছাড়ে। রবিবার ধানবাদের উদ্দেশে হাওড়া থেকে রওনা দেয় ব্ল্যাকডায়মন্ড এক্সপ্রেস। আসানসোলে ওই ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচেন যাত্রীরা। এর জেরে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।