ওহো’! বাই অনিন্দিতা। এক নতুন ফ্যাশন ভাবনা নিয়ে শহরে হাজির তরুণী। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন হয়েছে দক্ষিণ কলকাতার লেক মলে।





সদ্য ফ্যাশন ডিজাইনিং পাশ করে আসা অনিন্দিতার নিজের হাতে তৈরি এবং নিজের পরিকল্পনার প্রথম ফসল এই প্রদর্শনী। ফলে একদিকে যেমন হাতে খড়ির টেনশন আছে, পাশাপাশি প্রমাণ করার তাগিদও রয়েছে। বিগত দুদিনে এই উদ্যোগে যেভাবে সাড়া পেয়েছেন, তাতে তিনি অভিভূত। পেয়েছেন প্রশংসা সঙ্গে মানুষের কিনে নিয়ে যাওয়ার ইচ্ছাও। অনিন্দিতা জানালেন, সংস্থা মূলত এই প্রজন্মের কথা মাথায় রেখে পোশাক তৈরি করেছে। লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড তো আছেই, আবার রয়েছে সাবেকি কিছু ট্রেন্ড। সব বয়সের চাহিদার কথা মাথায় রেখে নিত্যনতুন পোশাক তৈরি করছেন। এবং ভবিষ্যতে আরও অন্যধরণের প্রতিশ্রুতি থাকছে। কম দামের সঙ্গে একটু কস্টলি, সবই থাকছে হাত বাড়ালে বন্ধুর মতো এই প্রদর্শনীতে। আজ, রবিবার প্রদর্শনী শেষ। তার বাইরেও যাঁরা অনিন্দিতার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান, তাঁদের জন্য রইল এই নম্বর ৯৭৪৮৭৮২৬৭৮।







আরও পড়ুন-বড়দিনে রকমারি শীতবস্ত্র উপহার দিলেন নুসরত, সঙ্গী স্বামী নিখিল































































































































