কংগ্রেস সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের বিরুদ্ধে তিরুবনন্তপুরমের আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করল। তাঁর বিতর্কিত উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ নিয়ে মূলত অভিযোগ। যদিও গত সপ্তাহেই সাহিত্য আকাদেমি পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। যে উপন্যাসটি নিয়ে বিতর্ক সেটি ৩০ বছর আগে তিনি লিখেছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বইয়ের একটি অংশে ‘নায়ার’ মহিলাদের তিনি অবমাননা করেছেন।
শনিবার শুনানির দিন ধার্য থাকলেও তিনি উপস্থিত ছিলেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, আদালতের জারি করা সমনে শুধুমাত্র সময় উল্লেখ করা ছিল, তারিখ উল্লেখ ছিল না। তাই তিনি হাজিরা দিতে পারেন নি। তাঁর এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল ১৯৮৯ সালে।স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছরের সময়কে উপন্যাসে পৌরাণিক কাহিনীর আদলে তিনি তুলে ধরেছিলেন। ২০১৮ সালে প্রকাশিত তাঁর দুই নন ফিকশন বই ‘হোয়াই আই অ্যাম এ হিন্দু’ ও ‘দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার’ বেস্ট সেলার হয়েছিল।কূটনীতিক থেকে রাজনীতিক হলেও তাঁর সাহিত্য প্রেমই এবার তাঁকে বিপাকে ফেলল বলে মনে করছেন ওয়াকিবহলমহল।
আরও পড়ুন-প্রধানমন্ত্রীর প্রশ্নের জবাব ট্যুইটে দিলেন মুখ্যমন্ত্রী































































































































