১৭! লাফিয়ে বাড়ছে যোগীর রাজ্যে গুলিতে মৃত্যুর সংখ্যা

0
1

যোগীর রাজ্য উত্তরপ্রদেশে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এসআরসি আর সিএএ বিরোধী আন্দোলনে পুলিশ-জনতা সংঘর্ষ ছড়িয়ে পড়েছে রাজ্যের কম করে ২০টি জেলায়। আর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে শনিবার রাত অবধি ১৭জনের। এই মৃত্যুর সংখ্যা বাড়বে। কারণ রাজ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪০। অনেকেই আশঙ্কাজক। শনিবার ছিল রাজ্যের ইতিহাসে কালো দিন। পুলিশের গুলিতে ৯জনের মৃত্যু হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, পুলিশের গুলিতে নয়, নিজেদের ছোড়া গুলিতেই আন্দোলনকারীদের মৃত্যু হয়েছে। রাজ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৪৪ ধারা জারি হয়েছে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ ইন্টারনেট।