রাজ্যে কেন NPR নয়? ক্ষুব্ধ রাজ্যপাল চিঠি দিলেন মুখ্যমন্ত্রীকে

0
4

বেশকিছু আপত্তি থাকায় এখনই পশ্চিমবঙ্গে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (NPR) আপাতত স্থগিত বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতেই চটেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এব্যাপারে রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়ে বলেছেন, এনপিআর স্থগিত রাখার ব্যাপারে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা তাঁর কাছে পাঠানো হয়নি। যাতে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

রাজ্যপালের মতে, গুরুত্বপূর্ণ সরকারি নীতি সংক্রান্ত বিষয় এটি। তাই এই বিষয়টি রাজ্য মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। সংবিধানের ১৬৬ (৩) ধারা অনুযায়ী যে ৩০ (বি) রুলস অব বিজনেস রয়েছে, তার ভিত্তিতে এটা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।