পিঙ্ক টেস্ট খেলতে কলকাতায় এসে ভারত অধিনায়ক বিরাট কোহলি সোনারপুরে গিয়েছিলেন একটি শিশুদের হোমে। এরা সকলেই এইচআইভি আক্রান্ত। সেজেছিলেন সান্তাক্লজ। সকলের মনের কথা শুনে একের পর এক উপহার সান্তা দিয়েছিল শিশুদের। কাউকে ফুটবল, কাউকে ব্যাটমিন্টন র্যাকেট, কাউকে বা বেবি ডল। তারপর জিজ্ঞাসা করেছিলেন, তোমরা বিরাটকে দেখতে চাও না? সকলে সমস্বরে বলেছিল হ্যাঁ.. তারপর খোলস ছেড়ে বেরিয়ে আসতেই বাচ্চারা অবাক, আপ্লুত, অবাক। ক্ষণিক বিস্ময় মিটিয়ে ওরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বিরাটকে। বিরাটও বিহ্বল। সেই ভিডিও আপলোড করতেই কয়েক লক্ষ শেয়ার, ভিউ।
দেখে নিন সেই দৃশ্য….






























































































































