কৃষকদের ঋণ মকুব করলেন উদ্ধব ঠাকরে

0
12

এক মাসও হয়নি মুখ্যমন্ত্রী হয়েছেন৷ তার মধ্যেই মহারাষ্ট্রের কৃষকদের ঋণ মকুব করে দিলেন উদ্ধব ঠাকরে৷ সরকার। কৃষিকাজের জন্য 2019 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত যাঁরা 2 লক্ষ টাকাপর্যন্ত ঋণ নিয়েছেন, তাঁদের সবাইকেই এই ছাড় দেওয়া হচ্ছে বলে ঠাকরে জানিয়েছেন৷ শনিবার মহারাষ্ট্র বিধানসভায় শীতকালীন অধিবেশনের শেষ দিনে ‘মহাত্মা জ্যোতিরাও ফুলে লোন ওয়েভার স্কিম’-এর আওতায় কৃষকদের ঋণ মকুব ঘোষণা হয়। বিধানসভায় উদ্ধব ঠাকরে বলেন, ‘‘এ বছর 30 সেপ্টেম্বর পর্যন্ত যাঁরা ঋণ নিয়েছেন, তা মকুব করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 2 লক্ষ টাকা পর্যন্ত ঋণ মাফ করে দেওয়া হবে।’’ এ জন্য সরকারি অফিসের সামনে কৃষকদের লাইন দিতে হবে না৷ কোনও আবেদনও করতে হবে না, জানিয়েছেন উদ্ধব। তিনি বলেন, প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রীর দফতরের ছোট ইউনিট চালু করা হবে। সেখানেই ঋণ মকুব সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে পারবেন তাঁরা।