শিয়ালদহ-লালগোলা শাখায় শুরু ট্রেন চলাচল

0
1

ফের শিয়ালদহ-লালগোলা শাখায় রেল পরিষেবা শুরু। এনআরসি ও সিএএ-এর প্রতিবাদ, বিক্ষোভের জেরে রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদের বেশ কয়েকটি স্টেশন। ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বেলডাঙা স্টেশনে। বাদ যায়নি রেজিনগর, সারগাছিও। কৃষ্ণপুর স্টেশনে থাকা কলকাতা-লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে দেওয়া হয়। অনিশ্চিত কালের জন্য বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। শনিবার থেকে ফের চালু হল ট্রেন চলাচল। এখন দুটি ট্রেন চলাচল করছে। খুব শিগগিরই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বলে রেল দফতর সূত্রে খবর। রেলের উদ্যোগকে সাধুবাদ জানান নিত্যযাত্রীরা। তবে এখনও কিছুটা আশঙ্কা কাজ করছে বলে জানিয়েছেন তাঁরা।