রবিবার কটকে ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় ওয়ান ডে। এই ম্যাচ জিতলেই নতুন ইতিহাস তৈরি করবে কোহলি ব্রিগেড। টানা ১০টি ওয়ান ডে সিরিজ জেতার কৃতিত্ব দখলে আসবে ভারতের। তৃতীয় ম্যাচে অবশ্য খেলতে পারছেন না ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহারকে। দুজনেরই চোট। পরিবর্তে আসছেন নভদীপ সাইনি আর শার্দুল ঠাকুর। স্বপ্নের ফর্মে রয়েছেন ভারতের ওপেনার হিটম্যান রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচে ১৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন। বর্তমান ক্যালেন্ডার ইয়ারে রোহিত সাতটি ওয়ান ডে সেঞ্চুরি করলেন। আপাতত তিনি সৌরভ গঙ্গোপাধ্যায় (২০০০) এবং ডেভিড ওয়ার্নারের (২০১৬) রেকর্ড ছুঁয়েছেন। তবে রেকর্ড ভাঙতে গেলে এক ক্যালেন্ডার ইয়ারে রোহিতকে করতে হবে ৯টি সেঞ্চুরি, যা আপাতত দখলে রয়েছে মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকরের (১৯৯৮)।
আরও পড়ুন-লকেটের নেতৃত্বে CAA সমর্থনে বিজেপির মিছিল






























































































































