ফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না

0
3

কেন্দ্রের নতুন ফতোয়া৷ বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না। সমাজে তথা জনমানসে বিরূপ ধারনা তৈরি করতে পারে বা হিংসা তৈরি করতে পারে, এমন দৃশ্য টিভিতে সম্প্রচার করতে ফের বারণ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এক নির্দেশিকায় সমস্ত বেসরকারি টিভি চ্যানেল, DTH অপারেটর এবং কেবল অপারেটরদের জানিয়েছে, এমন কিছু টিভিতে দেখানো যাবে না যাতে সমাজে হিংসা ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের এই নিষেধাজ্ঞায় জানানো হয়েছে, ‘”দেশদ্রোহী‌ মানুষদের বিক্ষোভ দেখানো যাবে না। হিংসার দৃশ্য দেশের সম্প্রীতি নষ্ট হবে। আইনের শাসন ভেঙে পড়বে।”

এই নিয়ে দু’‌বার এই ধরনের নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র। গত ১১ ডিসেম্বর রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পর গোটা উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিক্ষোভ তুমুল আকার নিয়েছিলো। তখনও একই নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্রে গত কয়েকদিন ধরেই CAA-র প্রতিবাদে বিক্ষোভ চলছে। সেই সব বিক্ষোভের দৃশ্য টিভিতে দেখানো হোক, তা চাইছে না কেন্দ্র৷

আরও পড়ুন-মৌলানা আবুল কামাল আজাদ খেতাব পাবেন দ্রোণাচার্য