সিএএ বিরোধী আন্দোলনে হিংসা উত্তরপ্রদেশে, মৃত ৯

0
4

সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে উত্তাল দেশ। হিংসা ছড়িয়েছে উত্তরপ্রদেশেও। শুক্রবার নতুন করে উত্তাল হয়ে ওঠে ১৪ টি জায়গা। সূত্রে খবর, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের জেরে মৃত্যু হয় ৯ জনের। অন্যদিকে এই একই কারণে সারা দেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৭। এদিকে দিল্লিতে সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী হিংসায় যুক্ত থাকার অভিযোগে ৮ নাবালক-সহ ৪০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার রাতে আটকদের মুক্ত করার দাবিতে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয়।

আরও পড়ুন-প্রেমঘটিত কারণে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল যুবককে! তারপর মর্মান্তিক ঘটনা