কেন্দ্রের নয়া নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় আজ শনিবার ফের উত্তপ্ত হয়ে উঠল যোগীর রাজ্য উত্তরপ্রদেশ। এবার রাজ্যের রামপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিন আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগনোর চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়া হয়। এরপরই আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট-পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। পাল্টা আন্দোলনকারীরা অভিযোগ করেছেন যে, বিনা প্ররোচনায়
তাঁদের উপর হঠাৎ ব্যাপক লাঠিচার্জ করে যোগী আদিত্যনাথের পুলিশ। এমনকি জনতাকে ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও।
রামপুরে ইদগাহ এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। ঘটনার পরপরই ওই অঞ্চলের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।






























































































































