ফের রাজ্যে এনআরসি আতঙ্কে মৃত্যু, এবার কোথায়?

0
2

ফের এনআরসি-র আতঙ্কে মৃত্যুর ঘটনা ঘটল রাজ্যে। বৃহস্পতিবার কাটোয়ায় দুই ব্যক্তির মৃত্যুর পর আজ, শনিবার ফের এনআরসি আতঙ্কের বলি এক। এবার বর্ধমান জেলার আউশগ্রামের শিবদায় মৃত্যুর ঘটনা ঘটল।

জানা গিয়েছে, মৃতের নাম গিয়াসউদ্দিন মিঞা(৭৪)। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, কিছুদিন ধরেই এনআরসি আতঙ্কে ভুগছিলেন গিয়াসউদ্দিন মিঞা।

আরও পড়ুন-সিএএ বিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে যোগীর রাজ্যে তৃণমূলের প্রতিনিধি দল