প্রি–ম্যারেজ ফটোশুটেও NRC- CAA-র প্রতিবাদ কেরালার যুগলের

0
4

CAA- বিরোধী আন্দোলন এবার এক নতুন মাত্রা পেলো৷ প্রতিবাদের আশ্চর্য নজির গড়লো কেরালার এক যুগল। তাঁদের বিয়ে আগামী জানুয়ারির ৩১তারিখ৷

ইদানিং নতুন প্রজন্মের হাত ধরে শুরু হওয়া প্রি–ম্যারেজ ফটোশুটের আসরেই ‘বিপ্লব’ করলেন এই যুগল৷ নিজেদের প্রেমের মুহূর্তগুলিকে বিয়ের আগে ফ্রেমবন্দি করার সময়ই এই প্রেমিক- প্রেমিকা প্রতিবাদ জানালেন NRC-CAA-র৷

বিয়ের আগের এই ফটোশুটে দেশজুড়ে চলতে থাকা আন্দোলনকে ছবিতে আটক করলেন যুগল। ‘‌NO NRC’‌ এবং ‘‌NO CAA’‌- এর প্ল্যাকার্ড হাতে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুললেন আশা আর অরুণ।
ইতিমধ্যেই এই ছবিগুলি ভাইরাল হয়েছে টুইটারে। নেটিজেনরা তাঁদের সুখী জীবনের কামনা জানিয়ে বলছেন, “যে নজির আশা আর অরুণ গড়লেন তা দেশ কখনও ভুলবে না। তাঁরাই প্রকৃত ভারতবাসী”।‌‌

আরও পড়ুন-দুষ্কৃতীদের গুলিতে আহত যুব তৃণমূল নেতা