নতুন বছরের শুরুতেই বাড়তে চলেছে দুধের দাম!

0
5

পেঁয়াজের মাত্রাতিরিক্ত দামের বোঝায় নাভিশ্বাস ওঠার জোগাড় মধ্যবিত্তের হেঁসেলে । এই পেঁয়াজের সঙ্গে এবার হু হু করে বাড়ছে আলুর দাম । শীতের মরশুমে নতুন আলু বাজারে এলেও, তার দাম ঘোরাফেরা করছে 32 থেকে 35 টাকা প্রতি কেজি দরে। কিন্তু আলু, পেঁয়াজের পর এবার দাম বাড়তে চলেছে দুধের।


মাদার ডেয়ারি ,মেট্রো ডেয়ারির মতো নামি সংস্থাগুলি কয়েক মাস আগেই দুধের দাম বাড়িয়ে ছিল। কিন্তু 2000 তে নতুন বছরের শুরুতেই দুধের দাম ফের বাড়াতে চলেছে সংস্থাগুলি । এই দাম বাড়ানোর কারণ হিসেবে জানা গিয়েছে, যোগান ও উৎপাদন কম হওয়াতেই দুধের দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থাগুলি।