ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মানলো মেট্রো রেল

0
2

মেট্রো রেলের কমার্শিয়াল পোর্টার পদে কর্মরতদের পদোন্নতির জন্য বিভাগীয় বা ডিপার্টমেন্টাল পরীক্ষায় বসার এতদিন কোনও সুযোগ ছিলো না৷ এমনকী সরাসরি পদোন্নতিরও কোনও সুযোগ ছিলনা এতদিন।


বিভাগীয় পদোন্নতির পরীক্ষায় বসতে হলে মেট্রো রেল কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হয়। কমার্শিয়াল পোর্টারদের কাছে এই অনুমতি এতদিন অধরা ছিল। মেট্রোরেল ওয়ার্কার্স কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস মুখোপাধ্যায় দীর্ঘদিন ধরেই এ ব্যাপারে লড়াই চালিয়েছেন। অবশেষে মেট্রোরেল ওয়ার্কার্স কংগ্রেসের দীর্ঘদিনের দাবি মেনে মেট্রোরেল কর্তৃপক্ষ কমার্শিয়াল পোর্টারদের পদোন্নতির জন্য বিভাগীয় পরীক্ষায় বসার অনুমতি দিয়েছে।এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন ইউনিয়নের পদাধিকারী মঞ্জুরিকা মুখোপাধ্যায়। মেট্রোরেল কর্তৃপক্ষের এই প্রশংসনীয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ওয়ার্কার্স কংগ্রেস৷